তোমাকে চেয়েছি বঁধু
মনের চাতালে
রুদ্ধদ্বারে নয় ওগো
খোলা আকাশের নীলে।
নির্জনতায় নয়
জনমানবের ভীড়ে
আশংকায় নয়
নিঃসংকোচ নীড়ে।
"তুমি" হয়েই থাকো তুমি
দাসত্ব এড়িয়ে
"তুমি" হয়েই জ্বলো তুমি
নিজের আগুনে।
তুমি চাঁদ নও --
যে, কভু ধার নেবে
তুমি অরুণ রবি
তাই কিরণ দেবে।
তোমাকে দেখতে চাই
তোমার মতন করে
খেই হারানো খড়কুটো নয়
শক্ত খুঁটির পরে।
আজীবন তপস্যা করি
তোমাকেই পাবার;
"তুমি" হয়ে আসবে যেদিন
তুমি হবে আমার।