তোমার তপ্ত দেহের উত্তাপ
সারা অঙ্গে জড়িয়ে
মনে মনে বলি -- ভালবাসি ভালবাসি
আর মুখে বলি -- পানি পিয়ো আরো বেশী।
বিভ্রান্তিরা হানা দিয়ে বলে,
এই কপটতা কি তোমার অসততা ?
নাকি এটাই নারী জীবনের সৌন্দর্য ?
ঝড়ের আগে এক পশলা
দমকা হাওয়া
মন কে যেমন জুড়িয়ে দেয়;
মন বলে, আমায় পেয়ে
তোমারও তাই হয়।
জীবিকার ভারে নুয়ে পড়া
বিদ্ধস্ত এক পাখি তুমি ;
সুখ যেখানে অচিন শুকপাখি...
সেখানে সুখের ব্যাংকে একটু সুখ
না হয় হ'লই জমা...
তুমি পাশে থাকলে
ইচ্ছে করেই হই অসতর্ক;
বিভ্রান্তিরা কড়া নেড়ে বলে...
এই অসতর্কতার প্রশ্রয় কি
তোমার অপবিত্রতা ?
নাকি এটাই নারী জীবনের স্বার্থকতা ?