বাচ্য যখন জলজ্যান্ত বাতুলতা
স্পর্ধিত হৃদ যাচে শুধু নীরবতা।
বাচালতাকে জঞ্জাল সম ভেবে
সমাহিত হই অপার নীরবতায়।
মলিন আঁধারে লুকিয়েছ যে সত্য, যাকে
জলাঞ্জলি দিলে আপাত সুযোগ সুবিধায়;
তাকে সিঞ্চিত করি সঞ্চিত ভালবাসায়;
আর নিবিষ্ট হই অপার নীরবতায়।
বুকের গগনে আগলে রেখেছি শশি
মনঃদর্পনে তাঁরই প্রতিচ্ছবি।
কদর্য মুখোশে ক'রোনা তা কলুষিত
মুখোশ চাইনি; একটি মুখেই ধন্য।
বাস্তবতার ভীষণ রমণ হুংকারে
বিলাসী এ মন একাকীই কেঁদে মরে।
ভেসে যায় যত সলজ্জ আশালতা
সাথী রয় শুধু অপার নীরবতা।