ভীষণ তিক্ততা নিয়ে
বেঁচে থাকা যায় না;
সে হয় এক জীবন্মৃতের জীবন।
ইচ্ছে ঘোড়ার মুক্তিপণ দাবী ক'রে
আমায় ঘিরেছে লক্ষ শিকারীর বেড়াজাল।
সময়ের যাঁতাকলে পিষ্ট হয়ে
শত্রুর সাথে করি সহবাস --
শাসন তোষণ নিত্য সহচর।
নৈমিত্তিক সুখের আশায়
অবিরাম অবিশ্রান্ত জনগণ
করে যাচ্ছে জায়গা দখলের কোলাহল।
জীবনের অলিগলিতে অদৃশ্য ফাঁকি;
বিবর্তন নানা দিকে মোড় নেয় --
এক সময়ের পরম হৃদ্যতা
দৃষ্টির আড়ালে চরম
শত্রুতার ঘেরাটোপে বন্দী!
আজ আছি তো শ্বাসে ঘায়ে
কাল কি হবে অনিশ্চয়।