যদি বলো, অবাঞ্চিত আমি
ছায়া মাড়াতে চাওনা আমার;
কোন অভিযোগ না করেই
অদৃশ্য হব আমি।
প্রকৃতিরানী থরে থরে সাজিয়েছে
সৌন্দর্যের সম্ভার,
নিঃসঙ্গতায় ভয় কি আর?
যদি অপবাদ দাও -- জল ঘোলা করে
খাওয়াই আমার স্বভাব।
অভিযোগহীন আমি পানকৌড়ি হব।
স্বচ্ছ দীঘির জলে মুখ ডুবিয়ে
খেলা দেখবো রঙীন মাছের।
যদি বন্ধু হয়েও বল বন্ধু নও,
অনধিকারচর্চা করছি আমি;
অধিকার ছেড়ে দিয়ে
দায়মুক্ত হব; মৌনতার আঁধারে
হারাবো বিনদাস হয়ে।
যদি ভালবাসা দিয়েও আবার
ফিরিয়ে নাও ভালবাসা;
ভয় নেই কোন - অভিশাপ দেব না।
শুধু অসীম উদারতায় ছড়িয়ে দেব
তোমার নাম -- আম জনতায়।
যখন আকাশ থেকে পুষ্পবৃষ্টি
ঝরবে আমার মাথায়,
কুড়িয়ে নিও কিছু
পরম মমতায়।
যখন স্রষ্টা এসে বলবেন , "চলো,
যাবার সময় হ'ল ; উৎসে ফিরে চলো।"
কোন অভিযোগ না করেই
সানন্দে ফিরে যাব।
জানতে চাইব না কেন অসম্পূর্ণ এই জীবন?
চলে যাবো মৃত্তিকার সুঘ্রাণ নিতে।