মনে হয় --
বহুজম্ম আগে 
জন্মেছিলাম আমি;
লতার পোশাকে জড়িয়ে 
হেঁটেছিলাম কোন দেবদারূ বনে।

মনে হয় -- 
বহুদিন একাকিত্বে 
সমাহিত আমি; প্রতি রাতে
গোপনে উত্থিত হই সফেদ গাউনে;
নীরবে ভেসে চলি কোন সুর হারানো গানে।

মনে হয় --
বহুকাল নিঃশব্দে ক্ষয়ে 
গেছি আমি; জাড়কালের শুষ্ক 
বৃক্ষপত্রে ; খেরো কাঠের আলকাতরায়। .

মনে হয় --
বহুযুগ ধরে পঁচে গলে 
গেছি আমি; শেওলাভরা বাগান 
বাড়ির ইট কাঠে, জানালার গরাদে, উঠোনে।

মনে হয় --
অনাদিকাল অপেক্ষায় 
আছি আমি; অসমাপ্ত ভালোবাসার 
সমাপ্তির ছাড়পত্র পাইনি বলে।