দয়াময় --
জন্ম থেকেই ধরিয়ে দিলে
মৃত্যুর পরোয়ানা,
কেমন এ ক্ষণিকালয়?
যাপিত জীবন আজ আছে; কাল
থাকবে কিনা নেই জানা।
মুক্তির পথ জানিয়ে আবার
মুক্ত জীবনে নেই মানা।
স্বাধীন জীবনে পদে পদে ভয়
স্বাধীনতা কেন দিলে গো প্রভু?
এর চেয়ে ভাল বৃক্ষ হতেম
পতনাশংকা রইতনা তবু।
অতৃপ্ততায় ছেয়ে থাকে মন
বিষাদ ও দুঃখবিলাসে
তোমা থেকে দূরে রইবে যে জন
শান্তি পাবে না হরষে।
কত আনন্দ কত রসিকতা
জীবনের কত গল্প;
সাঙ্গ হবে সবই একদিন
সময় যে বড় অল্প।
পদভারে পড়ে ক্লান্ত জীবন
নিরন্তর বয়ে যায়।
মূর্ছিত মন করে ক্রন্দন
তোমার পানাহ চায় ॥