আমি এখন আর কোমল কলি
নই
যে, ইচ্ছেমতন আকাশকুসুম ফুল 
ফোঁটাবি। 
সরলগণিতও মেনে চলেছে 
সমীকরণ;
জেনে গেছি আমি জীবনের 
উপপাদ্য।

ভাবিস নে তুই মিথ্যে আশায় 
মন ভুলাবি।
ঘুম ভাঙিয়ে আর কতকাল
ঘুম পাড়াবি?
ঘুম পাড়ানির গানেও আজ 
সুর নেইযে।

আমি এখন আর মরি নে কারো 
মরা কান্নায়,
জেনে গেছি লোকে কতকিইনা বলে
কথার কথায়।
কাছে যদি না আসতে পারিস, ফিরিস্তি 
দিসনে ,
তোর গোড়ায় গলদ ; নতুন ক'রে মিথ্যুক 
হ'সনে !

শর্তহীন ভালবাসা যদি দিতে পারিস; 
চলে আসিস।
শক্ত করে দু'বাহুতে জড়িয়ে আমায় 
ধরে রাখিস।
না পারলে ফিরে যাস তোর
আঁধার ঘরে ,
ভাসিসনে আর অনর্থক এই প্রেম 
সায়রে।