সিদ্ধান্ত নিয়েছি মুছে ফেলবো
তোমার নাম।
"আমি" নামক ডিকশনারীর প্রতিটি পাতায়
নির্লজ্জের মত হাসছিলে
বেজন্মা ক্ষয়রোগ হয়ে!
অনেক অপেক্ষা করলাম
শুভবুদ্ধির উদয় ঘটানোর
বদলে শুধু উপেক্ষাই পেলাম।
ভেবেছ তুমি ছাড়া আমি পঙ্গু ,
এযাত্রায় তোমার আত্মবিশ্বাসের
প্রশংসা করছি মাত্র।
চাইলেই ছুড়ে ফেলা যায়
কিছু জঞ্জাল ; না হয় এবার
কঠোর হয়ে নিজেকেই জয়ী করলাম;
না হয় জলাঞ্জলি দিলাম না আর
আত্মঅহমিকার।
তুমি জানালে তুমি নাকি
ক্রমবর্ধনশীল ক্যান্সার,
ছড়িয়ে পড়েছ আমার
লোহিতকণিকায়।
আমিও ঘোষনা দিলাম -
আমার আজকের সংগ্রাম
তুমি থেকে অবমুক্ত হবার সংগ্রাম;
ধমণী কেটে হলেও বিদায় দেবো
সব বায়বীয় সংলাপ।