"তোমার কি জন্ম থেকেই দু'বাহুতে
পাখা লাগানো?
মনে হয় যেন লাগামহীন উড়ছ তুমি,
নির্ভাবনায় আকাশ চুমি।"
--হাসালে মোরে, যদি পারতেম,
আমিই হতেম শ্রেষ্ঠ বীর;
চির উন্নত মম শির বলে
থাকব নাকো বদ্ধ ঘরে;
ছুটে বেড়াতাম দামাল ছেলে--
দেখতে তুমি।
"আমি জানি তুমি তুষ্ট নও যে একই ফুলে,
বহুগামী এক ভ্রমর হয়ে ভ্রমণ কর গুঞ্জরনে
কুঞ্জবনে।"
--তুমি জেনেছ, যা দেখ তা সম্মুখেতে;
তুমি ভেবে নাও, যা নেই তোমার আঁখি পাতে,
আপন মনে।
"এসব বলে ঢেকোনা আর মিথ্যেটাকে"
--তুমিই আমার চরম সত্য --
ঘোষনা দিলাম সত্যটাকে।
"তবে কেন দাওনা ধরা কুসুম-কোমল বাহুডোরে?"
--কি বলতে কি বলি তোমায়
ঘুড়ি হয়ে যতই উড়ি
অদৃশ্য সেই নাটাই হাতে
তুমিই উড়াও এই আমারে।
"মন মানে না, ইচ্ছে করে
ভ্রমরটাকে আটকে রাখি হরহামেশাই
নিজের করে, মনের ঘরে।"
--বড্ড জবরদখল চলছে আজকাল,
মাথা কিনে নিয়েছ কি?
"হুঁ, সেরকমই বলতে পারো,
তুমি আমার প্রেম কয়েদি। "