এই মন যা চায়--
প্রজাপতির ডানায় কিছু
স্বপ্নের রঙ ছিটিয়ে দিয়ে
উড়তে হাওয়ায় হাওয়ায়।
ঘাসফড়িঙের সরু পায়ে
পরাগরেণু মাখিয়ে নিয়ে
বিলাতে পুষ্পিকায়।
এই মন যা চায়--
মন পবনের নৌ ভাসিয়ে
মুক্ত করি প্রাণের আবেগ
সিক্ত ভালবাসায়।
ভালবাসি শুধু ভালবাসারে
যে জন সুজন শুধুই তারে
ঊষা হতে সন্ধ্যায়।
এই মন যা চায়--
মিষ্টি কিছু প্রিয়ভাষণ
ছন্দে ছন্দে বিলায় যে মন
সুখের তানপুরায়।
সত্য সুন্দর করি বরণ
বৈভবে বাসন্তী সদন
নির্মল সুধায়।