আমি সেই স্বল্প
মানুষদের একজন
যে কিনা পাপের পঙ্কিলে
পিছলে পড়েও ভাবে
দুধের নহরের
ডুব সাঁতারু।
আমি কি তবে পবিত্র পাপী?
ভীশন বঞ্চনায় বিতাড়িত
হয়েও ভাবি, এর চেয়ে সুখী
কে আছে?
প্রিয়তমেষু আমার
বাড়ন্ত প্রেমে ছাই দিয়ে
বলে, শুধ্রে নাও
আমিও সামলে নিয়ে ভাবি,
কি সুবোধ বালিকা আমি!
এই বিরল গুনের জন্য
কেউ আমায় অভিসিক্ত
করবে না সোনার মেডেল দিয়ে।
তাই নিজেই নিজেকে
সম্মানিত করতে চাইলাম
ন্যায়বান বলে।
চমকে ফিরে তাকিয়ে দেখি
আমার সুহৃদরা অন্যায়ের
মাতম চালাচ্ছে, আর আমি
আঁখি মুদে ঘুমাচ্ছি।