আজ কোন কথা হবে না--
শুধু কবিতারা কথা বলবে।
স্মৃতিপটে যা রেখেছিলে
হীম করে
ঢেলে দাও কবিতার গহ্বরে।
কেননা আজ শুধু
কবিতারা কথা বলবে।
মনে কি পড়ে সেই অঘ্রায়নের
শেষ ভাগে?
কে প্রথম ভালবাসি বলেছিলাম?
কার হাত চুঁইয়ে স্বপ্নরা ঝড়ে পড়ত?
নিশ্বাসে কার অদম্য উত্থান
ছুঁয়ে যেত বুকের গহীন?
আজ আর কোন কথা হবে না--
ধ্বনীরা করেছে মূক ধর্মঘট
শব্দেরা এসেছে আলোর মিছিল করে
একে একে তোমার প্রদীপের তলে
কবিতারা আজ কলরব করে গাইবে
কত গান!
সহস্র বছরের জমানো উন্মাদনা
তোমার আমার প্রেমের উপাখ্যান।
যদি মনের বাঁধন ভেঙে
মন ছোটে কিছু বলতে
ভুলেও বলনা মুখ ফুঁটে কোন কথা।
ঢেলে দাও সব আদিম স্পৃহা
এই ক্ষনে, কবিতার গহ্বরে,
কেননা আজ শুধু
কবিতারা কথা বলবে।