আমি চাই ----
আমি যা চাই ; তুমি তাই চাও...
সূর্যালোক থেকে চেতনা এনে
আমাকে ভরাও ; আর
কাঁশ-ফুল থেকে শুভ্রতা এনে
আমাকে জড়াও।
আমি চাই----
আমি যা চাই ; তুমি তাই হও
আমাকে আমার মতো করে ভালবাসো ;
আমাতে সমর্পিত হও।
আমার জন্য অন্ধ হয়ে যাও ;
ভাবো আমি কোন এক মহারানী
কিম্বা দেবযানী।
আমি চাই ---
আমি যা চাই ; তুমি করো তাই
আমার মুখে মেঘের ছাঁয়া
হাত বুলিয়ে দাও সরিয়ে ;
সহস্র আবেগ নিয়ে সহস্রবার
আমাকে ছোঁও ; আর
আমার চাঁদর হও।
আমি চাই --
আমি যা চাই ; তুমি শেখো তাই...
আমার কপট রাগ গুলোকে
রূপান্তরিত করো ভালোবাসায় ;
তোমার মায়া জাল বিঁছিয়ে।
ধন্যবাদ আর অনুগ্রহের প্রতিবন্ধকতা
ডিঙ্গিয়ে চলে যাও উর্ধ গগনে।
আমি চাই --
আমি যা চাই ; তুমি তাই বল ..
বল শুধু ভালবাসি বলেই--
যা তুমি চাও আমিও তাই চাই ;
শুধু ভালবাসি বলেই ;
চলো তুমি আর আমি --
এক হয়ে যাই।