টেলিফোনে তোমার আবেগী কন্ঠ
সেতারের ঝংকার তোলে মনে,
মন মদিরার সবটুকু; পেয়ালা ভরে
পান করি আকন্ঠ।
কি আছে বল তো? তোমার ভালবাসি
বলায়? কেন পাগল পারা হই?
যেন বহু বছরের সাধক পুরুষ তুমি
রপ্ত করেছ রমণী হরণ মন্ত্র সেই--
চোখ বুজলেই আমি কোকিল হই,
সুরে সুরে তোমায় ভালাবাসা জানাই।
তোমার বুকে লেপটে থাকা
নরম বিড়াল ছানাটা হতে চাই।
তুমি আমার স্বপ্নচারী ভ্রমর
আমি ফুল হই, মধু হাতে বসে থাকি
তোমার প্রতিক্ষায় --অনন্তকাল
তোমাকেই চাই প্রিয়, হবে কি মোর দোসর?