তুমি তৃতীয় নয়ন দিয়ে চেয়ে
দ্বিতীয় বারের মত ভেবে
প্রথম বারের মত বল দেখি
সত্যিই কি আমায় চেয়েছিলে?
তবে কেন এ প্রহসন?
কেন এ মিছে বচন?
যদি সব হ্যাঁ মানেই হ্যাঁ
আর না মানেই না হত
সত্যি বলছি আমি
বিশেষ প্রার্থনায় রত হতাম
আর কড়জোড়ে বলতাম,
"দয়াময়,এ বিশ্বকে করেছ নিঃশ্বাসযোগ্য
আর আমার নেই কোন অভিযোগ।"
জানি নশ্বর এ ভূবনে
পাওয়া আর না পাওয়া
ঘটে ক্ষনে ক্ষনে।
ভালবাসার শেষ চিন্হটুকু
স্মৃতির ন্যাপথলিন হয়ে মিলিয়ে যায়
হৃদয়ের এক কোনে।
আজ হলফ করেই বলতে পারি
তোমায় পেয়ে পার্থিব কিছু
পাইনি যদিও, পেয়েছি
একটা কিছুই, যা অমূল্য
আর সে হল আমার শিক্ষা,যা অবিনশ্বর।