সজনী--
তব পদতলে
সিক্ত করতলে
লুটিছে অদ্য রজনী।

কুমকুম ফাগে
নব অনুরাগে
মধু যামিনী
রচি তব সাথ ---

প্রহর ফুরায়
চাঁদ ডুবে যায়
কামনা হটায়
ভীরু অবসাদ।

তপ্ত অধরা
কম্পিত হিয়া
তীব্র আলিঙ্গনে ---
মোহে মোহিনী
যাপে যামিনী
স্বর্গ- সুখ ত্রাণে।