সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে
বহতা নদীর স্রোতের সাথে
সু-সময়ের অপেক্ষায়।

আর কতো অপেক্ষা!

যা আসিলো
তা আসিলো
কিন্তু যা আসিলো না
তা নাই আসুক।

আকাঙ্খার উন্নতি ক্রমশই বাড়ে
লাগামহীন উন্নতিতে থাকেনা নীতি।

সু-সময়ের অপেক্ষায়
মনস্তাতিক ভাবনা জটিলতর হয়।

আর কতো অপেক্ষা!

আর অপেক্ষা না করি
আর ক্লান্ত না হই।