সীমা ছাড়ানোর অভিপ্রায়
প্রায় প্রত্যেকের।

নিরন্তর চেষ্টা থামছে না
তবুও তো পারছি না।

সীমানা পেরুলেই
নব নব সীমানার দ্বার উন্মোচিত হয়।

আমি ক্লান্ত হই
তবুও থামি না।

আমি সীমা ছাড়তে চাই
সীমা ও আমায় ছাড়তে চায়।

মেল বন্ধন হয় না
এই হলো সীমাবদ্ধতা।