একজন স্বপ্নবাজ তারুন্যদীপ্ত মুজিব
চাল চলনে সাদামাটা অতি সাধারন
মানুষের দুঃখ দুর্দশায় তার হৃদয় কম্পিত হয়
মানুষের সুখেই তিনি সুখী।
রাজনীতি, আন্দোলন, স্বাধীনতার সংগ্রাম
একে একে সব জয় করেছেন।
জেল জুলুম কারাবন্দীদশা কিছুই থামাতেই পারেনি তাকে
দেশ দেশান্তর সারা বিশ্বময়-
ঘুরে ঘুরে এ দেশের স্বাধীনতার স্বীকৃতি
যুদ্ধ বিদ্ধস্ত এ দেশ বিনির্মানে সাহায্য প্রার্থনা করেছেন
যেন ক্লান্তীহীন এক বিদ্রোহী বীর।
তিনি গনমানুষের নেতা হলেন
তিনি স্বাধীন বাংলাদেশ পুনর্গঠন শুরু করলেন
আচমকা অতর্কিত হামলায় স্বপরিবারে শহীদ হলেন
এই দেশের তরে আত্মহুতি দিলেন।
হে মহাবীর তুমি চলে গেলে
রেখে গেলে এক স্বাধীন বাংলাদেশ
তোমার নির্দেশনা আজ ও আমাদের আন্দোলিত করে
তুমিই আমাদের শ্রেষ্ঠ বীর
তুমিই আমাদের বঙ্গবন্ধু।