এমন তো দিন ছিল তোমার দেখা মিলতো
খুব জানতে ইচ্ছে করে ভাল আছ তো?
দেশ ছেড়ে প্রবাসে চলে গেলে
হয়তো তুমি খুব সুখী হলে।
নীল আঁকাশে নীল পাখি উড়ে
তোমার কথা খুব মনে পড়ে।
স্মৃতির পটে আছো তুমি আজও
আমাকে কি মনে পড়ে তোমারও?
তোমার কোমল মুখখানা- স্বভাব সুলভ হাসি
তোমার বাঁচনভঙ্গি, এলোমেলো চুল
এখনো ভুলিনি আমি।
তোমার নম্র ব্যাবহার আমাকে বিমোহিত করতো
লাল লিপস্টিকে তোমায় অপরুপা লাগতো
মাঝে মাঝে তোমাকে খুব মনে পরতো।
এসব কখনো বলিনি তোমায়
যদি তুমি ভুল বুঝো আমায়।
আমার স্বপ্নে আঁকা নীল পাখি-
আমার খুব প্রিয় মানুষ তুমি।