পুষ্প পাখিদের মৌসুম এসেছে
শিউলী শাপলা পদ্ম কামিনী জুই ফুটেছে
ধবধবে কাঁশফুলের দোলা গায়ে লাগছে
শুভেচ্ছাবাহক ঋতু শরৎ এসেছে।
অপরুপ জোৎস্না রাতের রুপ দেখা যায়
মেঘমুক্ত আকাঁশ, রুপালী চাঁদ
আকাশের ছেড়া ছেড়া সাদা মেঘ
হিমেল আবহাওয়া, শান্তির বার্তা নিয়ে এসেছে।
পত্রঝরা বৃক্ষ ঠায় দাঁড়িয়ে আছে
শিউলী ফুল কুড়াতে মন চাইছে
নদী-নালা, খাল-বিল টইটুম্বুর হয়েছে
বিলের পানিতে হঠাৎ লাফিয়ে ওঠে মাছের ঝাঁক
সাদা বক মাছ শিকার করে শরতের নীরবতা ভাঙ্গায়।
আদরনীয় সবুজে মোড়ানো জীবনযাপন চাই
বিস্তীর্ন নীল সমুদ্র, জমিনে সবুজ ঘাস
নান্দনিক মোহনীয় সৌন্দর্যের আভা
নরম রোদ, সূর্যাস্তের অকল্পনীয় রুপ দেখে
হারিয়ে যাওয়া প্রিয় মুখ মনে পরে।