প্রেম-প্রীতি মহাসুখ সবাই তা জানে, সময় গড়ালে এই সুখ হয় বিলীন সবাই তা মানে। কাব্য প্রেম, প্রেম নয় কে বলেরে ভাই কাব্য প্রেম, সৌখিন প্রেম তাই বলে যাই। কাব্য প্রেমে মহাসুখ থাকে অটুট, পৃথিবীতে যত ধ্বংস ঘটে ঘটুক। নানা কবির নানা মত থাকে, কবির কবিতা ইতিহাস হয়ে আছে। কখনো এই কবিতা, কখনো ওই কবিতা হয় সমসাময়িক, মনে হয় কবিরা অমায়িক।
বাংলা কবিতা হলো বাংলাভাষাভাষী মানুষের প্রাণের অস্তিত্ব প্রকাশ করার এক অনন্য মাধ্যম। কি চেয়েছি, কি পেয়েছি, কি পাওয়ার কথা ছিল; ভাবলেই যেন সব গোলমাল পাকায়। মানুষের চাওয়া-পাওয়া বা আকাঙ্খার কথাগুলো যদি কতক শব্দের মাধ্যমে প্রকাশ করা যায়, তাতে না পাওয়ার হতাশার যন্ত্রণা থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যায়। আবার ইতিহাস ও ঐতিহ্য সহজেই কবিতা পাঠে আনন্দের মাধ্যমে জানা যায়। সমসাময়িক ঘটনা বা আবহ কবিতার মাধ্যমেই সবচেয়ে সৌখিনভাবে প্রকাশ করা যায়।
সংকলনটি সম্পাদনে সার্বিক সহযোগিতা করেছেন কবি, প্রাবন্ধিক ও গল্পকার আনোয়ার কামাল। আমি তাঁর কাছে কৃতজ্ঞ। যারা লেখা দিয়ে সংকলনটি সমৃদ্ধ করেছেন তাদের সহযোগিতা আমাকে প্রাণিত করেছে।
নবীন কবিদের ভাবনাগুলো কবিতায় প্রকাশ করার এক প্রয়াস কাব্য মঞ্জুষা। আশা করি সূচিবদ্ধ কবিতাগুলো পাঠকদের আনন্দ দেবে।
নাজমুল হুদা