গত ১৩ই ফেব্রুয়ারী(পহেলা ফাগুন) বাংলা একাডেমীর নজরুল মঞ্চে আমার একক কাব্যগ্রন্থ "অন্তঃস্পর্শ" এর মোড়ক উন্মোচন হয়েছে।
আগামী ২১শে ফেব্রুয়ারী বিকেল চারটায় নজরুল মঞ্চে বাংলা কবিতার একঝাক কবির কবিতা নিয়ে সম্পাদিত কাব্যগ্রন্থ "কাব্য মঞ্জুষা" এর মোড়ক উন্মোচন হবে। সবাইকে আগাম নিমন্ত্রন। সকলের উপস্থিতি আমাকে আনন্দ দিবে।
(এ পথ চলা খুব অল্প সময়েরঃ
গত ৪ঠা জানুয়ারী একটি পোস্ট দিয়েছিলামঃ
""""খুদ্র পরিসরে সবাই মিলে ২০১৬ বইমেলায় একটি কাব্যগ্রন্থ বের করা যায় কি? আসুন সবাই মিলে একটি সমন্বিত উদ্যোগ নেই। সময় খুব কম। """
২৫ জনের কবিতা চেয়েছিলাম, ১৭ই জানুয়ারী পর্যন্ত ২২ জন যোগাযোগ করেছিল, তার মধ্যে সক্রিয় ১৪জনকে নিয়ে আমার প্রথম সম্পাদনা "কাব্য মঞ্জুষা"। এ পথ চলা খুব সহজ ছিলনা। অনেক সিনিয়র কবি বন্ধুরা ও সময় স্বল্পতার কথা আমাকে বলেছিলেন। তাদেরকে আমি বিনয়ের সাথে বলেছিলাম "আমি পারব"। অনেক রাত আমি ঘুমাইনি, প্রকাশককে অনেক জ্বালিয়েছি। মূলত এই সময় কেউ প্রকাশনার কাজ নেয় না। তারমধ্যে ফন্ট বিরম্বনায় লেগেছে বহু সময়। বানান শুদ্ধির কাজে সহায়তা করেছেন অনেকে। বানান শুদ্ধিতে সহয়াতা করার জন্য কবি অনিরুদ্ধ বুলবুল ও যারা লেখা পাঠিয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। সকলের দোয়া চাই।
বইগুলো পাওয়া যাবেঃ
মানুষজন প্রকাশনী(স্টল নং- ৩৮৪)
সরোওয়ার্দী উদ্যান