বইমেলা মানে কথার খেলা,
বইমেলা মানে প্রাণের মেলা।
বইমেলা মানে পান্ডুলিপি কম্পোজ, ট্রেসিং,
প্রচ্ছদ, ফর্মা, প্রিন্টিং, বাধাই।
বইমেলা মানে নতুন বই এর মোড়ক উন্মোচন,
বইমেলা মানে প্রাণের নাচন।
বইমেলা মানে নতুন বই এর গন্ধ শুকা,
নতুন বই এর আবদার মেটানো ছোট্ট খোকা।
বইমেলা মানে নতুন নতুন বই কেনা,
বইমেলা মানে লেখক পাঠক প্রকাশক মিলনমেলা।
বইমেলা মানে লেখকের অটোগ্রাফ নিচ্ছি,
বইমেলা মানে খুশির খেয়ালে সেলফি তুলছি,
বইমেলা মানে গনমাধ্যমে বইয়ের বিজ্ঞাপন,
বইমেলা মানে সর্বত্র বইয়ের আলাপন।
বইমেলা মানে সৌজন্য সংখ্যা দেওয়া,
বইমেলা মানে সৌজন্য সংখ্যা পাওয়া,
বইমেলা মানে পছন্দের বই খুজে পাওয়া,
বইমেলা মানে প্রিয় মানুষকে বই উপহার দেওয়া।
বইমেলা মানে সারা বছর অপেক্ষা।
বইমেলা মানে একটি লেখা প্রকাশের আকাঙ্খা।