একটু সুখ, সুখের ছোয়া-
কতনা খুজেছি এই ধরায়।
কখনো শীতের সকালে,
কখনো রোদের দুপুরে,
কখনো সাঝের বিকেলে,
কখনো রাতের তারায়,
কখনো নিশী ভোরে।
পাব সুখ, হব সুখী,
এই আমি পৃথিবীময়।
সুখ পাখিটা এলনা উড়ে,
মোর জীবন বাগানে।
নতুন কুড়ি, ফুল-ফল-
সবই আছে জীবন বাগানে।
আজো আমি হন্যে হয়ে খুজি-
সুখ পাখিটাকে।
রচনাঃ ৩০/১২/২০১৫