টাপুর টুপুর বৃষ্টি,
কোথায় তোমার দৃষ্টি।
ফোটায় ফোটায় বৃষ্টি,
মুখটা তোমার মিস্টি।
একবার চেয়ে দেখ তুমি,
তোমার পানে চেয়ে আছি আমি।
হয়ত তুমি তাঁকাবে না,
হয়ত বৃষ্টির সৌন্দর্য দেখবে।
হয়ত বৃষ্টি থামবে,
হয়ত তোমার ভ্রম কাটবে,
আমার পানে চেয়ে দেখবে-
এনেছি বরষার প্রথম কদম,
তোমায় দেব বলে।
**বরষার আয়োজন**