আলো, জ্বলজ্বল ঐ দিকে চারু
ঠিক যেমন টা আমি চেয়েছি।

অঙ্কুরিত সবুজ সতেজ, পাখপাখালী
পাতার মর্মরে হইবো তন্ময়।

অন্ধকার মোটেও চাইনা
তবুও অন্ধকারে মজ্জ্বিত
ছয় ঘন্টা ঘুম অন্ধকার
আমার আরাম, বিশ্রাম।

আরাধনায় সবকিছু ঠিকঠাক
অকারণে আরো আলো চাই-
ভীষণ রকম মত পাল্টাই
পরাবাস্তব;
কেটে ছেঁটে বানাই বনসাই।