আপন মনে
আপন খেয়ালে
করি বিচরণ।

শূন্যতা গ্রাস করে
ফাঁপা কষ্ট
স্বপ্ন নষ্ট।

বেঁচে থাকতে হয়
কারো কারো
স্বপ্ন বাঁচাতে।