আমি কি বোঝাতে চেয়েছি
নিশ্চয়ই আপনারা বুঝেছেন।
পিনপতন নীরবতা ই বলে দেয়
আপনারা সব বুঝেছেন।

এই যে প্রায় দু’ঘণ্টা হলো
আমি চেঁচিয়ে যাচ্ছি-
নিশ্চয়ই আপনারা বুঝেছেন।
কি তার পরও আপনারা
উত্তর বা প্রতিউত্তর দিবেন না?

তার মানে আপনারা সবই বুঝেছেন।
এমন ই হওয়ার কথা।
কিন্তু না আমি নিশ্চিত নই
আপনারা বুঝেছেন।

আমি আমার উপর
বিশ্বাসী হতে পারছি না।

এমনও প্রশ্ন আসছে মনে-
আমি কি বোঝাতে সক্ষম ছিলাম?
আমার কি আন্তরিকতা ছিলো?
আমি কি পেশাদার ছিলাম?
আমার কি বোঝাবার সক্ষমতা ছিলো?

হয়তো আপনারা বুঝেছেন
এটা আপনাদের বদান্যতা।