বাড়ি, গাড়ি, রঙিন চেহারা,  
স্বাস্থ্য, অর্থ, ক্ষমতার ধারা—  
সবই একদিন ফুরিয়ে যায়,  
সময়ের স্রোতে মুছে যায় চিহ্নরা।  

যে শক্তি নিয়ে গর্ব করো তুমি,  
তোমার চেয়ে শক্তিশালী ছিল যে ভূমি,  
তারা আজ নেই, মাটির তলে শুয়ে,  
নিরব নিথর হয়ে, আছে অন্ধকারে ঢেকে।  

টাকার পাহাড়, সোনার খনি,  
ছিল তাদের বাহাদুরি, ছিল সম্মানী,  
তারা আজ ইতিহাসের পাতায় নাম,  
মাটির গভীরে গিয়েছে তাদের যাত্রা থাম।  

যে আঙুলের ইশারায় উঠত সম্রাজ্য,  
নগরের সব উঠতো-বসতো, রাজ্য কাঁপত থর-থরে ,  
তিনিও আজ নিঃস্ব,
তোমার ও কি তাই হবে? আমার ও? সবার?