সময় যেন নদীর স্রোত,  
যা নীরবে বয়ে চলে—  
নতুন স্বপ্নের দিকে,  
পুরোনো স্মৃতিকে ভাসিয়ে নিয়ে চলে।  

সময় যেন সূর্যের আলো,  
যা সকালে স্নিগ্ধ হয়ে জাগায়,  
বিকেলে রঙিন আলোয় সাজায়,  
রাতে হারিয়ে যায় অন্ধকারে।  

সময় যেন কাঁচের ঘড়ি,  
যার প্রতিটি টিক-টিক শব্দে  
আমাদের জীবনর নাড়ি স্পন্দন লেখা হয়,  
আর ধীরে ধীরে ফুরিয়ে যায় বয়স,সবই থেমে যায় ।  

সময় যেন বীজ—  
যা সঠিক মাটিতে পুঁতলে  
ফল দেয় সোনার ফসল,  
আর অবহেলায় মরে যায় শূন্যতায়।  

সময় যেন বাতাস,  
যার স্পর্শে প্রাণ পায় জীবন,  
যা ধরা যায় না, ছোঁয়া যায় না,  
তবু যার অনুপস্থিতি অনুভব করা যায়।  

সময় যেন প্রিয়জনের চিঠি,  
যা প্রতীক্ষার পরে সুখ দেয়,  
অথবা ভুলে গেলে হয়ে যায় ব্যথার স্মৃতি,  
যার মূল্য শুধু হারানোর পরই বুঝি।  

সময় যেন এক শিল্পী,  
যে জীবনের ক্যানভাসে আঁকে  
জন্ম, মৃত্যু আর মাঝখানের গল্প,  
যার রঙ ধুয়ে যায় আমাদের অজান্তেই।  

তুমি কি ধরতে পারো সময়ের ধারা?  
তাকে যদি সঠিক পথে বাঁধতে পারো,  
সে স্বর্গে তোমার হয়ে রয়ে যাবে চিরকাল,  
আর না হয়, সে তো হারিয়ে যাবে রেখে তোমায় নরকের অন্ধকার।