আমরা হারিয়েছি সেই বন্ধন, যা ছিল অটুট,
হৃদয়ের গভীরে ছিল যেথা সেবা আর লুকানো সত্যটা।
সহযোগিতার মনোভাব আজ ম্লান,  
প্রতিবেশী কোথায়, নেই আর আলাপন।

মনে শুধু দ্বন্দ্ব, নেই কাঁধে কাঁধ মেলানো ভাব;
শিক্ষা হারিয়েছে মর্যাদা, নীতি আজ তলানিতে,
সামাজিক বিচার আজ ব্যর্থ স্বৈরজালে,
ভ্রাতৃত্বের গান যেনো অচেনা এক সুর।

ধর্মীয় চেতনা গেলো অন্ধকারে ঢেকে,
শালিশ ব্যবস্থাও চলে আজ হুক্কা-বিড়ির জোরে।  
না পেলো বিচার সে,না হলো তার সাজা;
চুরি না করেও সাজা পেলো সে,সাক্ষ্য প্রমান বাদে;
কিসের শালিস-কিসের বিচার অপরাধী আড়ালে হাসে।

পেয়েছি হিংসা, নিন্দা আর কুমন্ত্রণাদী;
স্বার্থপরতাই আজ মানবতার মাপকাঠি,
সত্যের বদলে চলনা আর চলে দ্বিমুখীতা।
মাদক আজকের সমাজে যেন বিষাক্ত এক ব্যাধি,
যুব সমাজ ডুবে যায় তার কালো জালে,

স্বপ্নগুলো উড়ে গিয়ে অন্ধকারে ভাসে,
নেশার নরকে ডুবে যায় যুবক,হারায় জীবনের মানে।
রাজনীতি আজ অযোগ্য দের কালো থাবায়,
নীতির জায়গায় দুর্নীতির হাহাকার,  
ভোটের দায়ে পায় অনুদান,
গরীবের অধিকার আজ বিলীন।

এখন, কবে আসবে সেই মুক্তির দিন?  
যখন মাদক, ঘুষ, কালো রাজনীতি হবে ধ্বংস,
আমরা কি পারবো গড়ে তুলতে সত্যের সমাজ,
অভিযোগ নয়, চাই মুক্তির প্রতিজ্ঞা!
তবে কি আর ফিরে আসবে সেই দিন,
যখন সমাজ ছিলো সৌহার্দ্য আর শান্তির মূর্তিমান্‌?
প্রতিবাদ করি আজ, তোমার বিরুদ্ধে শোষণ,
আবার শপথে বলি আদর্শ সমাজ চাই করতে বিনির্মাণ !