এক ক্লিকেই খুলে গেলো কাঁচেরই দরজাটা,
অচিন দেশের বন্ধুরা সব করলো প্রবেশ সেথা,
মুহূর্তেই ঘুরে আসি ভবেরই সব প্রান্তে,
কথার ধ্বনি বয়ে যায় দূর-দূরান্তে।
ছবির আড়ালে লুকানো সেই হাসি,
ভিডিও বেজে ওঠে জীবনের বাঁশি,
দিনশেষে ফিডে আসে আনন্দের বার্তা।
মন্তব্য,পছন্দ-অপছন্দে রয়েছে বন্ধুদের আড্ডা।
গড়ে বন্ধন,করে যুক্ত, মুছে দেয় দূরত্ব,
মনে হয় যেন সবাই পাশে, নাই কোনো বড়ত্ব।
কত শত ক্ষতি,সময় নষ্ট,
যদি হয় তাতে আসক্ত।
ভুলে যাই আমরা,
সময়েরই সঠিক মূল্য,
তবুও বাড়ে সামাজিক দূরত্ব,
মনের ভেতর বাড়ায় একাকীত্ব।
তথ্য আসে-তথ্য যায়,
কখনো তা মিথ্যা হয়, কখনো বা সত্য,
কখনো বিভ্রান্ত হয়ে মন খোঁজে বার্তা ,
কুণ্ডলীতে আবদ্ধ থাকে ভূল আর সঠিকতা।
তাই তো আমরা চাই সংযম,শক্তি আর বল,
সচেতন থাকি, নিরাপদ রাখি যতদূর যাই চল।
সোশ্যাল মিডিয়া হোক নতুন আলোর পথ,
জ্ঞানের সুরে জ্বলে উঠুক সকল কল্যাণের বাহক।