কয়েক হাজার কিলোমিটার ফাইবারের ছোঁয়া,  
পৃথিবীটা মুঠোয়, প্রযুক্তির হাওয়া।  
তবু ভেবে দেখো, মস্তিষ্কের জাল,  
নার্ভের রয়েছে, কী অদ্ভুত সরু নল।  

দুই লক্ষ কিলোমিটারের স্নায়ুর ছন্দ,  
মাথার ভিতরে লুকায় বিজ্ঞান-আনন্দ।  
যেখানে চিন্তা, সৃষ্টি আর কল্পনা,  
তার চেয়ে বড়ো কি ফাইবারের জয়ধ্বনা?  

অপটিক্যাল ফাইবার মেলায় দূরত্ব,  
নার্ভের শক্তি গড়ে অমরত্ব।  
মস্তিষ্কের পিক্সেল, ধারণা, তথ্য,  
এর মধ্যেই লুকিয়ে ভবিষ্যতের পথ্য।  

যদি ফাইবার আনতে পারে বিশ্বকোণ,  
নার্ভ কি পারে না আঁকতে মহাজগতের মন?  
আলোর গতিতে ছুটুক চিন্তা,  
নার্ভের পথ হয়ে উঠুক প্রশস্ত।  

তোমার মস্তিষ্কে লুকানো প্রযুক্তি,  
এর জালে বাঁধা নতুন শক্তি।  
মাথার ভিতরে ভবিষ্যৎ গড়ি,  
নার্ভের নেটওয়ার্কে পৃথিবী ধরি।