যত বড় শরীর নয় তত বড় কাজ,
বিশ্ব যেন হাতের মুঠোয়,পকেটে তার বাস।
শুরুতে করতো বাটনে কাজ এখন করে টার্চে।
এক ক্লিকেই বিশ্ব সফর,
ছড়িয়ে দেয় সব খবরা-খবর।
ছোট্ট এক যন্ত্র, তবু বিশাল এর পরিধি,
নিত্যদিনের সর্ব কাজ করতে সদা প্রস্তুতি।
ক্যামেরায় ধরে রাখে প্রতিটি স্মৃতি,
এক ফোনেতে জমা রাখে, হাজারো অনুভূতি;
ভুল করে মুছে গেলে পুনরায় মিলে সে স্মৃতি।
মেসেজে মেলে মনের কথা;
কল বেজে ওঠে শান্তনা।
গেমের নেশায় শিশুরা বিভোর,
কেটে যায় রাত, এসে যায় ভোর।
করে উপকার শত শত, আসক্তিতেই ক্ষতি যত।
চোখের ইশারায় খুলে যায় সে;
আঙুলের ছোঁয়ায় বন্ধ।
কণ্ঠ স্বরে তালা যাহার,
শক্ত পিনে আবদ্ধ।
যদি ফুরোয় চার্জ, হয়ে যায় বন্ধ।