চিৎকারে শুরু হয় জীবনের গান,
নবজন্মে জাগে পৃথিবীর মান।
হাঁটতে শেখা, বলতে শেখা,
জীবনের পথে ধীরে ধীরে দেখা।
হাসি-কান্নায় দিন গড়িয়ে যায়,
স্বপ্ন বুনে মন আকাশ ছোঁয়ায়।
তারপর আসে ক্লান্তির সকাল,
নিঃশ্বাস থেমে যায় নিস্তব্ধ কাল।
শেষ সম্বল, কাপনের কাপড়,
ঢেকে দেয় মুখের সব রঙিন ভাঁজ।
কাঁধে ভর করে চার বন্ধু নেয়,
মাটির পথে এক নতুন যায়।
যে জীবন ছুটেছিল আকাশে,
আজ ঠাঁই পায় কবরের গহ্বরে।
দোয়া আর কান্নার শব্দ মেলে,
শুধু নীরবতা পাশে দাঁড়িয়ে বলে—
"তোমার শুরু যেমন হয়েছে জরায়ুতে,
শেষটা হবে কবরেতে।"
তুমি কি নীয়ে যাচ্ছ পথিক? এ প্রশ্ন করিলে,
মাটি জানে সব, উত্তর করিবেঃ "কাপন খন্ড বৈ আর কিরে।"