আমি বিদ্রোহী! আমি ফিলিস্তিন!  
বদরের ময়দানে গর্জে ওঠা  
সেই সিংহের উত্তরসূরি আমি,  
উহুদের অগ্নিশিখা, খায়বারের ঝড়,  
আমার বুকে বহমান ঈমান নদী!  

হে জালেম-দল! শোন আমাদের বজ্র ধ্বনি,  
তোর আগ্রাসনে কি আমি ভীত?  
আমরা তো সেই জাতি,  
যারা তলোয়ার হাতে ঈমান ধরে রাখে,  
যারা শত্রুর লাশে বিজয় পতাকা আঁকে!  

আমরা বদরের চেতনায় জ্বলন্ত আগুন,  
তিনশ' তেরো জনের দুর্জয় সাহস,  
যারা মক্কার হাজারের বিরুদ্ধে লড়েছিল,  
যাদের পাশে ছিলেন ফেরেশতারা,  
যাদের তলোয়ার ছিঁড়ে ফেলেছিল কুফরের বুক!  

আমরা উহুদের পাহাড়ি ঝড়,  
যেখানে রক্ত ঝরেছিল,  
কিন্তু ঈমান ছিল অটল,  
আমরা খন্দকের দুর্ভেদ্য দেয়াল,  
যারা মদিনাকে আগ্রাসনের হাত থেকে বাঁচিয়েছিল!  

আমরা হামাসের সেই বজ্রকণ্ঠ,  
যার ধ্বনি জেরুজালেমে প্রতিধ্বনিত হয়,  
যার ঈমানীতেজে রকেট বৃষ্টি হয়।
আমার হাতে শুধু পাথর নয়,  
আমার হাতে বদরের তলোয়ার!  
আমরা প্রতিরোধ, আমরা সংগ্রাম,  
আমরা আব্রাহার হাতি বাহিনীর বিপক্ষে
প্রেরিত আবাবিল।

নমরূদের মত তোমার অহংকার,  
ফেরাউনের মত তোমার বর্বরতা,  
কিন্তু মনে রেখো—  
আল্লাহ তো অত্যাচারীদের ধ্বংস করেন!  
তিনি নমরূদকে মশার কামড়ে হারিয়েছেন,  
তিনি ফেরাউনের সাগরকে উত্তাল করে ডুবিয়েছেন,  

তবুও;
আমাদের প্রতিরোধ চলবে,  
আমাদের লড়াই থামবে না,  
ফিলিস্তিনি শিশুর রক্তে
বিজয় মশাল জ্বলবে।