সে বড়ই বুদ্ধিমান;
কাজ করে সারা দিবানিশান।
মানুষের দ্বারা নির্মিত সে,
যেন মানুষেরই চিন্তা ধারার।

বুদ্ধি আছে,নেইকো মন,
নয়তো কোনো এলিয়েন।  
তবু তারা চায় না কিছু,
নিয়ম মেনে চলে পিছু পিছু।

নেই অনুভূতি,নেই কোনো টান;
তবুও সে করে গান।
যদি প্রশ্ন কর তারে, প্রশ্নের সুরে সুর মিলিয়ে,
সঠিক উত্তর প্রদান করে,  

লোহার বুকে বিদ্যুতের প্রাণ।
আজব এক আবিষ্কারের নাম;
তাইতো সবার ঘরে ঘরে,
রোবট থাকবে আজীবন ধরে।