হাতের রিমোটে যন্ত্রের চলন,
একটি চাপে বদলায় লক্ষণ।
টিভি, পাখা, কিংবা বাতি,
সবই বলে তারই আদেশই খাঁটি।
ঠিক তেমনই স্রষ্টার হাতে,
আমরা চলি তাহাঁর রিমোটের মতে।
নির্দেশে তাঁর, পৃথিবী চলে,
সূর্য ওঠে, চাঁদ ডোবে সাগর জলে।
রিমোটের মতো নিয়ন্ত্রিত পথ,
তবু মাঝে মাঝে ভুলে যাই শপথ।
স্রষ্টার ডাকে ফিরি না সথপথে,
নিজস্ব ইচ্ছায় চলি ইবলিশে।
যন্ত্রের রিমোট থামে সময়মতো,
তাহাঁর আদেশে থামে জীবন যত।
তাঁর ইশারায় সবকিছু গাঁথা,
আমরা কি পারি মানতে সব কথা?
তাই রিমোটের গল্পে স্মরণ করি,
আমরাও নিয়ন্ত্রিত, যাহাই ভুল-সঠিক করি।
স্রষ্টার কাছে মাথানত করি,
তবে পাইলে ও পাইতে পারি মুক্তি যত।