ঐ যে ছোট্ট গাঁ টা;  
ওখানে নেই কোনো প্রযুক্তির ছোঁয়া,  
পড়ে আছে গ্রাম টা একাকি, নির্জনা।  
নদের ধারে ধানের ক্ষেত সবুজে শ্যামল।
মাটির ঘর,আঁকা বাঁকা পথ ধরে রাখালের গমন,
প্রকৃতির সুরে বেজে ওঠে জীবনের গান ।

নেই তো স্মার্টফোনের কোলাহল,  
নেই অগণিত ডেটার জটিল গমন।  
আকাশের নীচে খোলা মাটির বুকে,  
এখানে শত বছর বাঁচে তাদের সরল গুনে।  

প্রকৃতিই এখানে সময়ের ঘড়ি,  
সূর্য ওঠায় দিনের শুরু;
অস্ত গমনে শেষ;  
ভোর না হতেই তার কর্ম শুরু;
সন্ধ্যা বেলায় শেষ।  
বৃষ্টির স্রোতে ভিজে ধানের ক্ষেত,  
তুলে আনে মাটি থেকে জীবনের বেগ।

চলছে গরুর গাড়ি কাঁচা পথ ধরে,  
প্রযুক্তিহীন গ্রামটা তবু কত সরলে ভরা।  
নেই কোনো যন্ত্র, নেই কৃত্রিম আলোর ঝলক,  
তবু এখানেই সুখ খুঁজে পায় প্রতিটি লোক।

হাওয়া বয়, মেঠো পথে ধুলো উড়ে যায়,
নেই তো একখান হাত-পাখা;
আর তড়িৎ সেথায় বিলাসিতা।    
প্রযুক্তিহীন গ্রামটা যেন শান্তির এক ঠিকানা,  
যত কল্পনা শত,এই যুগে এমন গাঁও, সম্ভাবনা কত?