চাকা যখন ঘুরল প্রথম,
জীবন পেলো এক নতুন গতি,
রাস্তা পেরিয়ে,পাথর ভাঙিয়ে,
করলো নানা কঠিন কাজ,
কালের চাকা ঘুরতে ঘুরতে,
মানব পেলো নতুন সাজ।
বিদ্যুৎ আলো ছড়িয়ে দিলো,
রাতের আঁধার দূর করিলো।
বাজলো শব্দ দূর দেশ হতে,
শুনলো মানুষ রেডিও তে।
শব্দে বেজে উঠলো গান,
বার্তার স্মৃতি রইলো অম্লান।
কম্পিউটার এলো হাতে হাতে,
গাণিতিক জটিলতা দূর হলো তাতে ,
কোডের ভাষায় লেখা হলো স্মৃতি,
ডিজিটাল দুনিয়া এক আজব পরিণতি।
ইন্টারনেটের তার অসীম সাগরে,
তথ্য ভেসে যায় ঢেউয়ের ধারে,
রোবটেরা এলো সঙ্গী হয়ে,
যন্ত্রের বুদ্ধি আজ মানুষ ছাড়িয়ে,
পাখির উড়ন দেখলো যারা ;
প্রথম বিমান উড়লো তারা,
প্রযুক্তি আজ কত দূরে?
তার চিহ্ন কি ভাসমান সূর্য তলে?
নাকি মহাকাশের নিঃসীম অতলে?
নাকি সমুদ্রের অতল গহ্বরে?
মানুষের কল্পনা যত গভীর হবে,
প্রযুক্তি তত এগিয়ে যাবে।
ডিজিটাল এই দুনিয়ার,
প্রযুক্তিই একমাত্র হাতিয়ার।
তাই,যন্ত্রের মাঝে হারিয়ে না যাই,
মানবিকতার ছোঁয়া যেন সর্বদা পাই।