মানব দেহ, প্রাকৃতির আশ্চর্য,  
শক্তি ও সৌন্দর্যের এক অপূর্ব যাত্রা।  
মাথার মস্তিষ্কের চিন্তার মেলা,  
নাকের বাতাসে জীবনের গন্ধ নিলে।  

হৃদয় যেন সংগীতের তাল,  
বদলায় সুর, করে দেহে জ্যোতির জাল।  
ফুসফুসে বাতাসের খেলা,  
শ্বাসে শ্বাসে এক সজীব মেলা।  

অস্থি ও পেশিতে শক্তি নিহিত,  
চলতে ফিরতে, জীবনের পথে নতুন গতি।  
হাতের ছোঁয়ায় সৃষ্টি হয় জাদু,  
দৃষ্টির জাদুতে দেখতে পাই নতুন কিছু।  

চোখের আলোয় জগতের রং,  
শ্রবণে বাজে পৃথিবীর গান।  
মানব দেহ, এক আল্লাহর সৃষ্টি,  
ভালবাসা ও করুণার এক মহান কারসাজি।  

অঙ্গ-প্রত্যঙ্গ আর ২০৬ টি হাড়ের সমাহার,  
সব কিছু খসে যাবে,রয়ে যাবে কঙ্কাল।
কত মডেল এলো-গেলো,চলে গেলো দিন কাল,    
এমনই থেকে যাবে এই মডেল চিরকাল।