বাড়ির সদর বট গাছটা ;
তারই পাশে বন ঝাঁপটা ;
কোকিল পক্ষী র স্বর গুঞ্জন ;
সকল পক্ষী র সেরা কূজন ।

সব মিলিয়ে সর্বজন ;
সবই আমরা আপনজন ।
ছোট , বড় বৃক্ষ বিরুৎ,
সবই আমার মূল ।

নদীর কুলে ভয়ে যায়,
জোয়ার ভাটার মতো তাই ;
দেখতে শোভে, শুনতে শোভে ;
সবই তারই করুণায় ।

তাই আমরা যা পাই, আর না চাই ।
আমরা যে তাই বলে বেড়াই ।
যার সৌন্দর্যের অন্ত নাই ,
তাই আমদের বাংলা, ভাই ।