বাজারে গিয়ে কিনল মাছের ঝুড়ি,
ফিরে আসতেই ঝুড়ি পড়ে গেল গুড়ি গুড়ি।
লোকেরা বলল, "এটাই তো অভাগার নাচ,
তোর কপালে নেই সুখের কোনো আভাস।"

বিয়ের মঞ্চে বসলো একেবারে নাইয়ে এসে,
মধুচন্দ্রিমা গেল, বউ পালাল ছেঁকা দিয়ে।
সে বলল, "বউ তো ছিল আমার সুখের আশা,"
লোকেরা হেসে বলল, "তোর বউও অভাগার দশা।"  

নৌকায় চড়ে গেল পারাপারের জন্য,
ডুবলো মাঝনদীতে, তখন বাঁচতে গর্জন।
লোকেরা বলল, "যা তুই যা,
তোর কপাল গড়া নদীর স্রোতে গমন।"

চাকরি পেল এক যন্ত্রালয়ে, খুবই সুখে চলছে,
প্রথম দিনেই যন্ত্রপাতি ভেঙে গেল দুখে।
পর্যবেক্ষক বলল, "তুই কিসের কামলা?
তোর কাজ দেখে যন্ত্র করে হামলা।"

রান্নাঘরে গেল রান্না করতে এক তরকারি,
ঝোল ফেলে দিল মেঝেতে, গরমে পুড়ে আঙ্গুরি।
লোকেরা বলল, "তুই রান্না করিস কেন?
কাচা রাঁধুনির রান্নার কাহিনি তো আগুনে  চেনে না।"  

হাঁস-মুরগি কিনতে গেল হাটে,
একটা ছুটে পালালো বেঁধে রাখা খাঁচা ফাটে।
লোকেরা বলল, "তোর কপাল,
মুরগিও ছুটে যায় অভাগা এ কাল।"

নতুন সাইকেল কিনে চালাতে বেরোলো,
পড়ে গেল গর্তে, চাকা ভেঙে ঝরলো।
তখন দোকানদার বলল, "সাইকেল তো ঠিক ছিল,
অভাগার ছোঁয়ায় হলো এই বেমিল।"

একদিন গরু কিনে ছাড়লো মাঠে,
গরু পালিয়ে গেল নদীর তীরে চেপে।
লোকেরা বলল, "তুই অভাগা এক রাখাল,
গরু তোদের দেখেই হয় আতঙ্কিত প্রবল।"

ধান কাটতে গেল, হাতে কোদাল ধরি,
কোদাল পড়ে গিয়ে কাটলো পায়ের তরি।
বন্ধু বলল, "তুই কাজ করিস না,
কপাল নিয়ে বসে থাক, তাই ভালো মানায়।"

একদিন গেল ফুটবল খেলতে,
গোল দিতে গিয়ে পড়ল মাঠের ঢেলেতে।
দলের সবাই বলল, "তোর খেলা শেষ,
অভাগা তুই খেলিস না, করিস না সর্বনাশ।"

নতুন জামা পরল, গেল বিয়ের দাওয়াতে,
বহন করতেই চা পড়ল নিজের গায়েতে।  
লোকেরা বলল, "তুই নতুন জামা কেন পরিস?
যত্নে যদি রাখতে না পারিস,অভাগার দোষে ।"

গাছে উঠল আম পাড়তে,
আম পড়ল মাথায়, অভাগার দুঃখ বাড়াতে।
তখন সবাই বলল, "তোর দরকার কি আমের?
অভাগার কপালে সুখ তো শুধু স্বপ্নের নাম।"

ট্রেনে চড়ে গেল দূরপাল্লার পথে,
টিকিট হারিয়ে ফেলল, কপালে পড়ল চটে।
টিটি বলল, "টিকিট কোথায়?" তাঁর জবাব,
"অভাগা আমি, কপালটাই এই রকমের জবাব।"

লটারি কিনল, আশা স্বপ্ন ভরে,
দেখল নম্বর নেই, হারল আবার ,নতুন কি;
লোকেরা বলল, "লটারিতেও তোর নাই ভাগ্য,
অভাগার জীবন মানেই শুধুই দুঃখের দুঃখ বাড়ানো।"

বৃষ্টির রাতে গেল চা খেতে,
জুতো হারিয়ে বসে থাকল পথেতে।
জুতো খুঁজতে গিয়ে পিছলে গেলো পড়ে,
অভাগা বলে, "এ জীবন বড্ড বেখেয়াল।"

শেষে একদিন গেল ফকিরের কাছে,
ফকির বলল, "তোর কপাল স্বস্তি নেই,আর যা আছে,
মানুষের হাসির গল্প বানিয়ে, তুই সুখ পাস,
অভাগার জীবনেও তাই থাকে সুখের আস।"

অভাগার জীবন দুঃখে ভরা, তবু সে হাসির ঠোঁটে বাঁচে,
দুঃখকে বুজতে দেয় না, সে তাকে কতটা ভালোবাসে।