ওরা চার বন্ধু- নুর, সবুজ, আতা আর জিসান,  
বয়সের ঘর পঁচিশের দ্বারে,
ছোট্ট বেলা থেকে একি শিকড়ে বাঁধা,
এখনো একসাথে, নয় তারা বিচ্ছিন্ন।  

নুর চিন্তায় মগ্ন, সৃষ্টিতে যার মন,  
সবুজের গরম স্বভাব, কিন্তু বুদ্ধির ধারায় রঙিন জীবন।  
আতা লাজুক, সহজ সরল তার হৃদয়,  
জিসান হাসিতে ভরা, হাসির ঝর্ণা ধারা তার শক্তি অসীম প্রিয়।  

তারা চায় সমাজে পরিবর্তন, রাজনীতি নয় তাদের ধ্যান,  
নিরপেক্ষ ভাবনায়, চায় সমাজ সেবায় রাখতে অবদান।
যদিও পাঁচ বছরে প্রাথমিক শুরু হয়েছিল মাত্র;
ভিন্ন ভিন্ন পথে আজ শিক্ষা নিয়ে যাত্রা।
  
বিশ্ববিদ্যালয়ের পড়া শোনায় গ্রাম ছাড়ি তারা আজ দূরে,  
ছুটি পেলে আসে ফিরে, গ্রামের মাটিতে মিলে নতুন সূর্যোদয়ে।  

বিকালের আড্ডা, ভারতের মাঠে ফুটবলের খেলা,  
চায়ের কাপে চুমুক, আর কখনো বারবিকিউ মেলা।  
বিরিয়ানি পার্টি, হাসি-আনন্দে ভরপুর,  
একসাথে হতো তাঁরা নামাযে পঞ্ছবার।  

গ্রামের প্রতিটি দল বল, সবগুলো একত্র করে তারা,  
নিরপেক্ষ সেবায় সকলের পাশে দাঁড়ানোর স্বপ্ন।  
ঈদের দিন উদযাপনে মেতে ওঠে একসাথে তারা,  
ফ্যামিলির প্রতি দায়িত্বে নেই কোনো হেলা।  

বন্ধুত্বের এ বন্ধন অটুট থাকবে চিরকাল,  
তাঁরা সমাজের আলো জ্বালাবে একাকার।