অন্ধকার জীবনের নীরব সাথী,  
হৃদয়ের তলে জমা শত ব্যথা।  
যখন পথ খুঁজতে গিয়েই থেমে যায় পা,  
তবুও আশার প্রদীপ জ্বলে ওঠে প্রযুক্তির গা।  

এলো এক যান্ত্রিক নব-জড়-প্রাণ,  
নাম তার "পাথ ফাইন্ডার রোবট", অন্ধের আপন জন।  
তার হাত ধরে বলে, "চলো সঙ্গী,  
তোমার জন্য আমি আলোর কণ্ঠে বাজি।"  

চোখ নেই তার, তবুও সব দেখে,  
পথের বাধা সরায়, সুরক্ষা দেয় ঢেকে।  
বাঁক এলে বলে, "বাঁ দিকে ঘুরো,"  
গাড়ি এলে বলে, "তুমি থামো একটু।"  

তার সেন্সর চেনে প্রতিটি পথ,  
শক্তি আর বুদ্ধিতে করে সব সহজ।  
বিশ্ব জুড়ে তার গল্প আজ বাজে,  
অন্ধের মন জুড়ে আশার সুর সাজে।