ধীরে ধীরে নিভে যাচ্ছিল শরীর, ক্যান্সারের তীব্র ব্যথা,
গরিবের ঘরে ছিল না ওষুধ, ছিল শুধু দারিদ্র্যের কথা।
চোখে জল, মনে সাহস, তবু ও কি আর করতে পারি?
চিকিৎসা টা দরকার ছিল, জীবনটা কেবল তরুণ ভারি,
কড়ির অভাবে করছি পালন দুরন্ত রোগের জীবাণু।
চিকিৎসকের দরজা হতে ফিরতে হতো বরাবরই,
মনের মধ্যে সাহস ছিলো জ্বলল শুধু হতাশার অন্ধকার।
মনের মাঝে ভরসা, হৃদয়ে কালিমার বাণী,
মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে বললো "আল্লাহু আকবার" ধ্বনি।
অর্থের জন্য হারাল সে জীবন, কিন্তু রেখে গেল স্মৃতি মমি,
গরীবের গল্পে জ্বলে উঠল মানবতার এক নতুন রীতি।
শেষে শুধু রইল আল্লাহর কাছে প্রার্থনা,
তার মৃত্যু ছিল এক চিরন্তন মুক্তির কাহিনী,
দারিদ্রের জীবন হলো যেন এক ব্যর্থ যুদ্ধে হারা,
তবু শেষ নিঃশ্বাসে ছিল কালিমার সেই পবিত্র সাড়া।