নামাজ শেষে বসো কিছুক্ষণ,  
যিকিরে রাখো আল্লাহর স্মরণ।  
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,  
আল্লাহু আকবর বলো মন খুলে শতবার।  

তিনবার পড়ো "আস্তাগফিরুল্লাহ",  
পাপ মোচনে পাবে ক্ষমা আর দয়া।  
আয়াতুল কুরসি পাঠ করো সবে,  
রাখবে নিরাপদ শয়তানের কবলে।  

তাসবিহে ফাতিমা, এক মহাসুখ,  
৩৩ বার করে বলো মন থেকে।  
সুরা ফালাক, সুরা নাসে করো সুরক্ষা,  
আল্লাহর কাছে চাও জীবনের দীক্ষা।  

দোয়া করো মন খুলে রবের কাছে,  
তোমার চাওয়া-পাওয়ার বলে দাওগো হেঁসে।  
দুনিয়ার সুখ, আখিরাতের আলো,  
দোয়ার শেষে পাবে শান্তি আর আলো ।  

পাঁচ ওয়াক্ত শেষে এই আমল করো,  
জীবন হবে শান্তময় পুরো।  
নামাজের পরের এই পুণ্যের কাজ,  
তোমায় দেবে আল্লাহ সোনালী জীবনের সাজ।