আমি হাসলাম,
তারা বলল, "লোকে দেখার লজ্জা নেই, তাই এত হাসি।"
আমি কাঁদলাম,
তারা বলল, "ও তো কখনোই হাসতে জানে না।"
আমি উচ্ছল হলাম,
তারা বলল, "দেখো, নজর কাড়ার কী প্রবল চেষ্টা।"
আমি নিরব হলাম,
তারা বলল, "ভেতরের ভয়টাই এবার প্রকট হলো।"
আমি ধৈর্য ধরলাম,
তারা বলল, "ভীরু মানুষ, সাহসের মুখোশ পরে থাকে।"
আমি প্রতিবাদ করলাম,
তারা বলল, "শক্তি দেখিয়ে কী প্রমাণ করতে চায়?"
আমি যেমন-তেমন রইলাম,
তারা বলল, "ওর জীবনটাই বেখেয়াল।"
আমার চলন-বলন যাই হোক না কেন,
তারা বলবেই কিছু— কারণ তারা তারাই ।
তাই এখন আমি যেমন আছি, তেমনই থাকি,
নিজেকে নিয়ে আর কারও কথায় ভাবি না।
বুজতে পারলাম ,মানব সন্তুষ্টি বড়ই কঠিন;
আপনি কখনই তা পাবেন না,এটি সোনার হরিণ।
কতদিন হলো, তাদের কোন খোঁজ পাই না,
তারা কি বেঁচে আছে? বদলেছে কি আজ ও? জানি না!
আমি স্বপ্নে দেখলাম, আমার চল্লিশা খেতে এসে যাওয়ার সময় বলছে;
মাংসে মসলা নাকি কম হয়েছে,
ওদের মাথা কে ফুটবল ভেবে মারলাম লাথি,
উফ! পেলাম ব্যাথা , ভাঙল ঘুম, সকালে আর হাঁটতে পারছি না।